ভুক্তভুগীরা জানান, রবিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ফ্লাইট ছিল। বিমানবন্দরে আসার পর জানতে পারেন ফ্লাইট বন্ধ আছে। অথচ শুধু কোয়ারিন্টাইন ফি দিয়েছেন ২২ শ সিঙ্গাপুর ডলার।
এজেন্ট মানি, ভিসা খরচ মিলিয়ে অনেকের প্রায় সাড়ে ৪ লাখ টাকা খরচ করেছেন। যদি ১৯ তারিখের মধ্যে সিঙ্গাপুর পৌছাতে না পারেন তাহলে নতুন করে এন্ট্রি অ্যপ্রুভাল নিতে হবে। খরচও প্রায় দ্বিগুন হবে। সিঙ্গাপুর ফ্লাইট নিয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত জানায়নি সিভিল এভিয়েশন।
বিমানবন্দর সূত্রে দানা গেছে, রবিবার বাংলাদেশ বিমানের ৪ টি , ইউএস বাংলার ৩ টি সব এমিরেটস, ওমান এয়ার এবং সালাম এয়ারের মোট ১২ টি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে।