রবিবার সকাল ৯টায় এয়ারলাইন্সের টিকিট কাউন্টার খুলেছে কিন্তু তার আগ থেকেই ভিড় করছেন প্রবাসীরা। গতকাল যাদের ফ্লাইট ছিলো, সেসব প্রবাসীসহ বিভিন্ন তারিখের ফ্লাইটের যাত্রীরা এসে ভিড় করছেন টিকিট রি-কনফার্মের জন্য।
প্রবাসীরা বলছেন, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে টিকিট কর্নফাম করলে তাদের দেশের দূর দূরান্ত থেকে এসে ভিড় করতে হতো না। এছাড়া গণপরিবহণ না চলায় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। অভিযোগ, অনেকের ভিসার মেয়াদ শেষ হয়েছে, অনেকের মেয়াদ শেষ হতে চলেছে। এসব প্রবাসী যাত্রীদের ডিজিটালি সিরিয়াল দিয়ে মোবাইল ফোনে সেটা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
১৭ই এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যের চার দেশসহ সিঙ্গাপুরে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হলেও, আজ থেকে চলছে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট। তবে নির্ধারিত তারিখের যাত্রীরা ছাড়া যারা গত ফ্লাইটে যেতে পারেন নি তারা কিভাবে সৌদিতে যেতে পারবেন সে বিষয়ে এয়ারলাইন্স থেকে কিছু জানানো হয় নি বলে অভিযোগ যাত্রীদের।