ঢাকার জুরাইন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন: খেলাফত মজলিশের সোনারগাও উপজেলার সভাপতি ইকবাল হোসেন, মহিউদ্দিন, হেফাজতে ইসলামের সোনারগাঁও উপজেলার সেক্রেটারি ও সহসভাপতি শাহাজাহান ও মোয়াজ্জেম।
এর আগে, ৩ এপ্রিল সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টের এক রুমে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করে স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে মামুনুলকে জিজ্ঞাসাবাদের সময় তার অনুসারীরা ওই রিসোর্টে হামলা চালিয়ে ভাঙচুর করে। একপর্যায়ে তারা মামুনুলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হেফাজতের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। ভাঙচুর করে শতাধিক যানবাহন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি ও আহত সাংবাদিক স্থানীয় এসএ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।