সাতদিনের ‘কঠোর লকডাউন’ ঘোষণায় রাজধানী ঢাকা ছেড়ে বাড়ির পথে মরিয়া হয়ে ছুটছে মানুষ। সোমবার (১২ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর গাবতলী বাসটার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।
দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় বিকল্প উপায়ে ছুটছেন তারা। পদে পদে পড়ছেন ভোগান্তিতে। বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। যারা পরিবহন পাচ্ছেন না, তারা পায়ে হেটেই যাত্রা শুরু করেছে।
সাভার, নবীনগর, গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও বেড়েছে বাড়ি ফেরা মানুষের চাপ। বিকল্প যানে যেতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও।
এদিকে সায়েদাবাদ বাসটার্মিনালেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।