শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখের বেশি মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

৫৬ লাখ ৩ হাজার ৪৫০ জন মানুষ করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে ৩৪ লাখ ৭৪ হাজার ৮৮০ জন পুরুষ এবং ২১ লাখ ২৮ হাজার ৫৭০ জন নারী রয়েছেন। এদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৫৭ হাজার ৮৭ জন পুরুষ ও ৬০ হাজার ৯৩৯ জন নারীসহ ২ লাখ ১৮ হাজার ২৬ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এ ছাড়া আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭০ লাখ ১৮ হাজার ১৫০ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯ হাজার ৯৪৩ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১২ হাজার ৩১১ এবং নারী ৭ হাজার ৬৩২ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৭০৩ জন। এর মধ্যে পুরুষ ৯৬ হাজার ৫৫৯ এবং নারী ৪০ হাজার ১৪৪ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৭ লাখ ৩৩ হাজার ১৭৮ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৮ লাখ ৮০ হাজার ৯৩৫ জন। ঢাকা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৫ হাজার ২৯৪ ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৩৩ হাজার ১১৯ জন।

ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৬৪৮ জন, এর মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১২ হাজার ২২৫ জন। চট্টগ্রাম বিভাগে ১১ লাখ ৩৩ হাজার ৬০৬ জন, এর মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৫০ হাজার ২৪৬ জন। রাজশাহী বিভাগে ৬ লাখ ৪১ হাজার ৭২১ জন, এর মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৯ হাজার ৮০৩ জন। রংপুর বিভাগে ৫ লাখ ৭৫ হাজার ৯৪৫ জন, এর মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২২ হাজার ৬৪৮ জন। খুলনা বিভাগে ৭ লাখ ৭ হাজার ৬৪৩ জন, এর মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২৩ হাজার ৮৬৫ জন। বরিশাল বিভাগে ২ লাখ ৪১ হাজার ৭৬৬ জন, এর মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৮ হাজার ৪৯৯ জন এবং সিলেট বিভাগে ২ লাখ ৯০ হাজার ৯৪৩ জন, এর মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৫ হাজার ৪৪৬ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেওয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.