তাড়াশে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন কয়েক কোটি টাকা মূল্যের কোষ্টি পাথরের বিষ্ণু মূর্তি গোপনে বিক্রির সময় হাতেনাতে তিন মূর্তি পাচারকারীকে আটক করেছে র্যাব-১২।
আজ বুধবার উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে বিকেলে এ ঘটনা ঘটে। র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, বিকেল আনুমানিক পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ উপঅধিনায়ক মেজর মসিউর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালায়। এ সময় অবৈধভাবে চোরাকারবারির মাধ্যমে কেনাবেচার সময় এ চক্রের তিন সদস্যকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো তাড়াশ উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে মো. মফিজ উদ্দিনের ছেলে মো. সাদেক হোসেন (৫০), পেঙ্গুয়ারি গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে মো. গোলাম সাকলায়েন (৪০) ও কুসুম্বী গ্রামের অন্তিম সরকারের ছেলে শ্রী রাম সরকার (৩৮)।
এ সময় তাদের কাছ থেকে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টি পাথরের কালো রঙের ৩৩.৫ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা।