বিখ্যাত সংগীতশিল্পী বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী মারা গেছেন।
বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিএসএমএমইউ’র জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করে। ১লা এপ্রিল বুকে ব্যথা অনুভব করলে করোনা পরীক্ষা করান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ইন্দ্রমোহন রাজবংশী। পরীক্ষায় করোনা ধরা পড়ে ও একই সঙ্গে ফুসফুসে ইনফেশন ধরা পড়ে।রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।তিনি। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই মারা যান তিনি।
ইন্দ্রমোহন রাজবংশীর জন্ম বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে। তার পরিবারের পাঁচ পুরুষ সংগীতের সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ লোকসংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা। ১৯৬৭ সালে ‘চেনা অচেনা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন এই প্রতিভাবান শিল্পী।