সদর উপজেলা বেশ কিছু এলাকায় শেয়ালের উৎপাত মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। হাঁস মুরগি ধরে নিয়ে যাওয়ার পাশাপাশি কখনো গরু ছাগল আবার কখনো মানুষকে কামড়ে দিচ্ছে শেয়াল। শনিবার পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল বোদাপাড়া এলাকায় শেয়ালের কামড়ে মুজাহিদ হাসান (৫) নামে এক শিশু আহত হয়। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা নেন পরিবারের লোকজন।
স্থানীয়রা জানায়, গত কয়েক দিন ধরেই পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল বোদাপাড়াসহ পাশর্^বর্তী এলাকায় শেয়ালের উৎপাত বেড়ে যায়। বড় আকৃতির বেশ কয়েকটি শেয়াল দিন দুপুরে হাঁস মুরগি নিয়ে যাচ্ছে। এমনকি গুরু ছাগলের উপর আক্রমণ করছে।
শনিবার দুপুরে ওই এলাকায় বেশ কয়েকটি গরু ছাগলের উপর আক্রমণ করে কয়েকটি শেয়াল। এক পর্যায়ে স্থানীয়রা লাঠি নিয়ে তাড়া করে শেয়ালগুলোকে। এ সময় একটি শেয়াল বাড়িতে ঢুকে ওই এলাকার জমির উদ্দিনের ছেলে মুজাহিদের ওপর আক্রমণ করে। কামড়ে ধরে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। ভয়ে শিশুটি মাঝে মাঝে আতকে উঠছে।
শিশুটির বাবা জমির উদ্দিন বলেন, আমাদের এলাকায় হঠাৎ মাত্রাতিরিক্ত শেয়ালের উৎপাত বেড়ে গেছে। আজ কয়েক গরু ও ছাগলের উপর আক্রমণ করে কয়েকটি শেয়াল। স্থানীয়রা শেয়ালগুলোকে তাড়া করলে একটি শেয়াল আমার বাড়িতে ঢুলে আমার ছেলের উপর আক্রমণ করে। ভাগ্যক্রমে আমরা ছেলেকে উদ্ধার করতে সক্ষম হই। শেয়ালের উৎপাত বাড়ায় আমরা এখন দুঃশ্চিন্তায় পড়ে গেছি।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাকিব উল হাসান বলেন, শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। আমরা তাকে টিকাসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। সে এখন মোটামুটি সুস্থ্য।