সংসদীয় কমিটির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ খান করোনায় আক্রান্ত হয়েছেন।
তার ব্যক্তিগত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, ২৮ মার্চ জাতীয় সংসদ ভবনে করোনার নমুনা পরীক্ষা দিয়েছিলেন। সোমবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের করোনার নমুনা বুথ থেকে জানানো হয় তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
করোনা পজিটিভ সংক্রান্ত রিপোর্ট পেয়ে রাতেই চিকিৎসার জন্য সংসদ সদস্যকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আজ মঙ্গলবার তাকে চিকিৎসকদের পরামর্শে হোম আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশবিদ্যালয়ের চিকিৎসকদের অধীনে ঢাকাস্থ সংসদ সদস্যের বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন।
সংসদ সদস্য অ্যাড. আব্দুল মজিদ খান ফেব্রুয়ারির ৭ তারিখ কভিড-১৯ এর প্রতিরোধে ভ্যাকসিন নিয়েছিলেন।