তিনি বলেন, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। সব মতের মানুষের বক্তব্য প্রকাশের স্বাধীনতা আছে। কেউ কেউ হয়তো মোদির সফরের বিরোধিতা করছেন। তবে দুইদেশের বেশিরভাগ সাধারণ মানুষ এতে খুশি। প্রেসক্লাবের সামনে দুই-চারজন এনে বিক্ষোভ করলে কী হবে? দুইদেশের সম্পর্কে সেটির কোনো প্রভাব পড়বে না। রাষ্ট্রীয় অতিথি যারা ঢাকা সফর করছেন বা করবেন, বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে।
সকালে গুলশান শাহাবুদ্দীন পার্কে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, ইইউ রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে বঙ্গবন্ধুর কর্মজীবনের বিভিন্ন ছবি নিয়ে চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।