পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারে আন্দোলনকারী। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে ছাত্র ও যুব অধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এক পর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
ঘটনাস্থল থেকে ছাত্র অধিকার পরিষদের ১০-১৫ জনকে আটক করা হয়েছে। আলোচিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীকেও এ সময় আটক করা হয়।
বর্তমানে শাপলা চত্বর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করলেও সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে, ডাকসুর সাবেক ভিপি নুরের ফেইসবুক স্ট্যাটাসে দাবি করা হয়েছে যে, তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল (২৬ মার্চ) দুইদিনের সফরে বাংলাদেশে আসবেন।