শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

ইমরান খানকে মোদীর চিঠি

Taj Afridi
  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই উর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা এপি’কে চিঠির বিষয়টি নিশ্চিত করেন। সরকারি নীতিমালা অনুসরণের জন্য নাম প্রকাশ না করার শর্তে তারা এ তথ্য জানান।

পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের মধ্যে নানা ইস্যুতে অনেকদিন ধরে টানাপোড়েন লেগেই আছে।

নরেন্দ্র মোদী তার চিঠিতে বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানের জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় ভারত, সে কারণে সন্ত্রাস ও শত্রুতাবিহীন একটি আস্থার পরিবেশ প্রয়োজন।’

সম্প্রতি ইমরান খান করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে তার দ্রুত আরোগ্য কামনা করেও বার্তা পাঠিয়েছিলেন মোদী।

ব্রিটিশ শাসনের সময় ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে উপমহাদেশের মুসলিম রাজনৈতিক নেতারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যগুলিকে একটি ‘স্বাধীন রাষ্ট্র’র মর্যাদা দেয়ার দাবি করেছিল। সেই থেকেই এই দিনটি ‘পাকিস্তান দিবস’ হিসেবে পালিত হয়।

পাকিস্তানের প্রবীণ মন্ত্রী আসাদ উমর তার এক টুইটার বার্তায় মোদীর চিঠিকে স্বাগত জানিয়ে এটিকে একটি ‘শুভেচ্ছা বার্তা’ হিসেবে অবিহিত করেছেন।

মোদীর এমন বার্তা পরস্পরের প্রতি  সৌহার্দ্যপূর্ণ সম্পর্কেরই ইঙ্গিত বহন করে। বর্তমানে দুই পক্ষ সিন্ধু নদীর পানি ভাগাভাগি নিয়ে দিল্লিতে আলোচনা করছে।

অতীতের শান্তি প্রস্তাবগুলো ইতিবাচকভাবে গৃহীত হয়নি, সে কারণে ভারতকেই প্রথম পদক্ষেপ নেয়া উচিত উল্লেখ করে ইমরান খান ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করার কয়েক দিন পরেই মোদীর এ চিঠি।

এর আগে, গত মাসে উভয় দেশের সামরিক বাহিনী বিতর্কিত কাশ্মির সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য বিরল এক যৌথ বিবৃতি প্রকাশ করে। এদিকে, ভারত-পাক শান্তির নকশা তৈরি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায়।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.