জমি নিয়ে বিরোধের জের ধরে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাণ্ডব চালিয়ে দুটি বসতবাড়ি নিশ্চিহ্ন করে দিয়েছে প্রতিপক্ষ। এ সময় বাড়ি দুটির ইটের গাঁথুনি গুঁড়িয়ে দিয়ে ছাউনির টিন, টাকা, ধান-চাল, ছাগলসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়। দেখে বোঝার উপায় নেই কয়েকঘণ্টা আগেও ওই বসতভিটায় দুটি পরিবারের সাজানো সংসার ছিল। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাবের আলী ও সারেফ আলী মন্ডল জানান, বসতভিটার জমি নিয়ে জাফরাবাদ মোল্লাপাড়া গ্রামের মোজাম্মেল হক গংদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দায়েরকৃত মামলাটি ২০১৬ সালের ১ ডিসেম্বর নওগাঁ সহকারী জজ আদালত তাদের পক্ষে রায় প্রদান করে। পরবর্তীতে ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর জমিটি বুঝিয়ে দেন আদালত। এরপর থেকে তারা সেখানে বসতবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছে।
তারা অভিযোগ করে বলেন, হঠাৎ করেই রবিবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষ মোজাম্মেল হক, আয়নাল হক উজ্জলের নেতৃত্বে শতাধিক ভাড়াটে সন্ত্রাসী রামদা, হাসুয়া, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়। ভয়ে পরিবারের লোকজন অন্যত্র আত্মগোপন করে। এ সময় হামলাকারীরা বসতবাড়ির টিনের ছাউনি, নগদ টাকা, ছাগল, ধান-চালসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইটের গাঁথুনি। লুট করে নিয়ে যাওয়া হয়েছে জমির মূল্যবান কাগজপত্রসহ মামলার রায়ের কপিও। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা বিলের ভেতর দিয়ে পালিয়ে যায়।
এ নিয়ে কথা বলতে প্রতিপক্ষের মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ফোর্সসহ আমি নিজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।