শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন

‘করোনার প্রাদুর্ভাবে অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়’

Taj Afridi
  • Update Time : রবিবার, ২১ মার্চ, ২০২১
রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। এছাড়া, আওয়ামী লীগের প্রতিটি সহযোগী সংগঠনকে নিজস্ব কর্মসূচি নিয়ে তৃণমূল পর্যায়ে দেশের উন্নয়নে কাজ করতে বলেছেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ৭৫ এ জাতির পিতাকে হত্যা করে যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল, তারা বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতদের অংশ নেয়াই প্রমাণ করে সহজে জাতির পিতার নাম মুছে ফেলা সম্ভব নয়।

শেখ হাসিনা বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। জাতির পিতার কর্মসূচি অনুসরণ করলেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তা আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে বলেও জানান তিনি।

এ সময় সহযোগী সংগঠনগুলোকে নিজস্ব কর্মসূচি নিয়ে কাজ করার জন্য নির্দেশ দেন তিনি। এছাড়াও শস্যক্ষেতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলার জন্য কৃষককে বিশেষভাবে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.