বান্দরবানে মনট্রিয়াল বম (৫৫) নামে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও এক সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
বুধবার (৫ জুন) বিকালে শহরের বালাঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বান্দরবানের রুমা থানার মামলায় যৌথবাহিনীর সদস্যরা বান্দরবান সদরের বালাঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে বান্দরবান সদরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
পরে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রুমা থানার মামলায় গ্রেফতারকৃত আসামি মনট্রিয়াল বমকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে ও পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফের ৯২ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com