শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

বাংলাদেশি পরিবার খুঁজে পেল ভারতে নিখোঁজ রিমালের আশীর্বাদে

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
রিমালের থাবায় পশুপাখিসহ অনেক মানুষ মারা গেছে। এ ছাড়া অনেক সম্পদের ক্ষতি করেছে এই ঘূর্ণিঝড়।

এই ঝড় সবার ক্ষতির কারণ হলেও এক ব্যক্তির জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। রিমালের কারণেই পরিবার খুঁজে পেয়েছেন তিনি। তিনি কিভাবে তার পরিবার খুঁজে পেলেন, সে ঘটনাই তুলে ধরেছে ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)।প্রায় চার বছর আগে বাংলাদেশ থেকে নিখোঁজ হয়েছিলেন ওই ব্যক্তি।

তার পরিবার ভেবেছিল, তিনি মারা গেছেন। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের সময় পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানায় নদীর পাড়ে তাকে শনাক্ত করা হয়। ঘূর্ণিঝড়ের সময় যখন সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল তখনই তার সন্ধান মেলে। বেরিয়ে আসে তার আসল পরিচয়।
রিমালের আঘাতের আগে ২৪ পরগনার নামখানা গ্রামের অনুপ সাসমাল নামের একজন স্বেচ্ছাসেবী কাজ করছিলেন। ঘূর্ণিঝড়ের আঘাতের আগেই আবহাওয়া খারাপ হচ্ছিল। তাই সেখানকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত ছিলেন তিনি। এমন সময় ওই ভয়াল পরিস্থিতিতে উপকূলের কাছে এক ব্যক্তিকে বসে থাকতে দেখেন অনুপ।

ওই ব্যক্তিকে বৈরী আবহাওয়াতে বসে থাকতে দেখে নিরাপদ স্থানে যেতে বলেন অনুপ।

কিন্তু তার কথায় কোনো সাড়া দেন না ওই ব্যক্তি। তখন অনুপ বুঝতে পারলেন, ওই ব্যক্তির মানসিক সমস্যা আছে। তার নাম-পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করা হলেও কোনো উত্তর দিতে পারেন না। কিন্তু বাংলাদেশ ও মাছ সম্পর্কে সামান্য কিছু বলতে পেরেছিলেন।যা হোক ওই ব্যক্তির সঙ্গে বেশ খানিকটা সময় কাটান ও গল্প করেন অনুপ। তারপর তাকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে সক্ষম হন তিনি। আশ্রয়কেন্দ্রে থাকার জন্য নাম, পরিচয় ও পেশার তথ্য দিতে হয়। কিন্তু তার পরিচয় নিয়ে জটিলতা তৈরি হয়। তাই তাকে অনুপের দায়িত্বে একটি সরকারি রেস্টহাউসে রাখা হয়।

তারপর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবকে (ডাব্লিউবিআরসি) ফোন করেন অনুপ। নাম-পরিচয়হীন মানুষকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ করে এই সংস্থা।

ডাব্লিউবিআরসির সচিব অম্বরীশ নাগ বলেন, ‘অনুপের ফোন পেয়ে ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করি; কিন্তু তিনি কথা বলতে চান না। তবে একটু কথা বলে দুটি জিনিস পরিষ্কার হয়। সেটা হলো, তিনি বাংলাদেশের বাসিন্দা এবং মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তারপর বাংলাদেশের রেডিও অপারেটরদের সঙ্গে কথা বলি। ওই ব্যক্তির ঠিকানা খুঁজে বের করতে তাদের বেশি সময় লাগেনি। তারা কুমিল্লা জেলার নাঙ্গলকোটের দোলখা গ্রামের একটি পরিবারকে খুঁজে বের করেন। সেই পরিবারের দেওয়া তথ্যের সঙ্গে এই নিখোঁজ ব্যক্তির বর্ণনা মিলে যায়।’

নাঙ্গলকোট থানার পুলিশের সহযোগিতায় ওই ব্যক্তির পরিবারকে খুঁজে বের করা হয়। এই অজ্ঞাত ব্যক্তি ওই গ্রামের রুস্তম আলীর ছেলে মো. মিলন। প্রায় চার বছর আগে স্ত্রী ফ্যান্সি, এক ছেলে ও এক মেয়ে রেখে নিখোঁজ হয়েছিলেন তিনি। তার সন্তানদের বয়স এখন ৯ ও ১৬ বছর। মিলনের সঙ্গে একটি ভিডিও কলের মাধ্যমে তাদের কথা বলিয়ে দেয় ডাব্লিউবিআরসি। সে সময় সবাই আবেগে কান্নায় ভেঙে পড়েন।

মিলনকে দেশে প্রত্যাবাসন করতে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কাজ করছে। পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হবেন তিনি।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.