কুড়োতে হুড়োহুড়ি, বিয়ে বাড়ির ছাদ থেকে রুপির বৃষ্টি
Reporter Name
-
Update Time :
রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
বিয়ে বলে কথা। ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান তো করলেনই, সেই অনুষ্ঠানকে আরো জাঁকজমক করতে ছাদ থেকে লাখ লাখ রুপি ওড়ালেন এক প্রাক্তন পঞ্চায়েত প্রধান। সেই টাকা কুড়ানোর জন্য নিচে হুড়োহুড়ি পরিস্থিতিও তৈরি হয়ে যায়।ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের মেহসানা জেলায়। রুপি ওড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুভঙ্কর মিশ্র নামের এক ব্যক্তি ভিডিওটি টুইটে শেয়ার করেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ভারতীয় গণমাধ্যম বলছে, মেহসানা জেলার আগোল গ্রামের প্রাক্তন প্রধান করিম যাদব। গত ১৬ ফেব্রুয়ারি করিমের ভাতিজা রজ্জাকের বিয়ে ছিল। মহাসমারোহে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের দ্বিতীয় দিন গ্রামে শোভাযাত্রা নিয়ে বেরিয়েছিলেন করিম। তারপর তিনি এবং পরিবারের কয়েক জন বাড়ির ছাদে উঠে যান। সেখান থেকে ১০০ এবং ৫০০ রুটির নোট ওড়াতে শুরু করেন।ভিডিওতে দেখা যায়, ছাদ থেকে যখন টাকা পড়ছিল, নিচে কয়েকশো লোক সেই টাকা কুড়োতে হুড়োহুড়ি করছিলেন। একটা সময় পদপিষ্টের মতো অবস্থা সৃষ্টি হয়েছিল বলে কয়েক জন প্রত্যক্ষদর্শীর দাবি।
এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com
More News Of This Category