শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন

বিদিশার আয়োজন প্রেসিডেন্ট পার্কে জাপার কমর্সূচি স্থগিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

শনিবার (২০ মার্চ) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে কর্মসূচি পালন করার কথা থাকলেও সরকারি নির্দেশনার কারণে তা স্থগিত করা হয়েছে। তবে এরশাদের সন্তান এরিকের মা বিদিশা দিনটিকে কেন্দ্র করে আয়োজন করছেন আড়ম্বরপূর্ণ কেক কাটার অনুষ্ঠান। এতে তিনি রাজনৈতিক দলের নেতাদেরকেও আমন্ত্রণ জানিয়েছেন।

শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় এরিক এরশাদের মা বিদিশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জন্মদিনের কেক কাটা হবে। আলোচনা করা হবে হুসেইন মুহম্মদ এরশাদের ওপর। বারিধারা প্রেসিডেন্ট পার্কের এই অনুষ্ঠানে ৫৮টি রাজনৈতিক দলের নেতারাও থাকবেন।’

দলীয় প্রতিষ্ঠাতার জন্মদিনে সম্মান জানাতে ‘পল্লীবন্ধু এরশাদ পদক’ চালু করেছে জাতীয় পার্টি।  শনিবার অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী বাংলা ট্রিবিউনকে জানান, সরকারি বিধি নিষেধের কারণে ‘পল্লীবন্ধু এরশাদ পদক’ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রোগ্রামটি হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক রাষ্ট্রপতি ও সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া জীবনবৃত্তান্তে বলা হয়েছে, ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি রংপুর জেলায় জন্মগ্রহণ করেন এরশাদ। এরশাদের বাবা রংপুরের আইনজীবী মকবুল হোসেন ও মাতা মাজিদা খাতুন। নিজের আত্মজীবনীতে এরশাদ লিখেছেন, তার জন্ম কুড়িগ্রামে মামাবাড়িতে। ব্যক্তি জীবনে এরশাদ দুটি বিয়ে করেন। তার প্রথম স্ত্রী রওশন এরশাদ, যিনি এখন সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন করছেন। দ্বিতীয়বার তিনি বিয়ে করেন বিদিশাকে। পরে তাদের বিচ্ছেদ হয়।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.