বিনোদন ডেস্ক : বাংলাদেশে শীতের মৌসুমে সঙ্গীত শিল্পীরা মেতে উঠেন কনসার্ট এ , তাই শীতের মৌসুমে ব্যস্ততায় থাকেন জনপ্রিয় শিল্পীরা | আজ জানবো কে কেমন সম্মানী নিয়ে থাকেন স্টেজে , বাংলাদেশের এই সময়ের জনপ্রিয় সেরা ছয় জন শিল্পীকে নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন |
সংগীত শিল্পী ইমরান মাহমুদুল , এই সংগীত শিল্পী তার কিশোর বয়স থেকে মিডিয়ায় রিয়ালিটি শো এর মাধ্যমে পদচারণা করেন , তারপর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি | তার ঝুলিতে রয়েছে অসংখ্য জনপ্রিয় গান ,” বলতে চেয়ে মনে হয় “, “ওহে শ্যাম “, সহ আরো অনেক গান |দেশ ও বিদেশে ব্যস্ত ইমরান | স্টেজে এই সংগীত শিল্পীকে আয়োজকরা নিতে গেলে গুনতে হয় ৫ থেকে ৬ লক্ষ টাকা |
দ্বিতীয় যে শিল্পীকে নিয়ে আজকের প্রতিবেদন তিনি লোকগানের এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী অনন্যা ইয়াসমিন অংকন , তার সংগীতে পদচারণা 6 বছর বয়স থেকে ঝুলিতে রয়েছে ডজন খানেক জাতীয় পুরস্কার , তিনিও একটি রিয়ালিটি শো এর মাধ্যমে দর্শকদের নজরে আসেন | ২০২০ সালে ” চেংড়া বন্ধু ” গানটি গেয়ে কুড়িয়ে নেন কোটি ভিউ ও জনপ্রিয়তা , তার পর একের পর এক গান গেয়ে শ্রোতা প্রিয়তার শীর্ষে চলে আসেন | আয়োজকরা তাকে অনুষ্ঠানে চুক্তি করতে গুনতে হয় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা
আধুনিক গান ও সিনেমার গানের জনপ্রিয় শিল্পী দিলশাদ নাহার কণা , যার একক এলবামের মাধ্যমে মিডিয়ায় পদচারণা হয় , কনা তার সুমধুর কণ্ঠে গান গেয়ে দেশ ও দেশের বাইরে জনপ্রিয়তা অর্জন করেন , তার ঝুলিতে রয়েছে অসংখ্য জাতীয় পুরস্কার | তার রিদিমিক গান গুলো গেয়ে স্টেজ জমান তিনি |কণা স্টেজে গাইতে সম্মানী নেন ৩ থেকে ৫ লক্ষ টাকা
ফোক গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন ওয়াসীম কবির পলাশ | তার মিডিয়ায় যাত্রা একটি রিয়ালিটি শো দিয়ে , চৰ্চা করে গেছেন বাংলা লোকগান | সাথে লেখা , সুর করেছেন লোক আঙ্গিকের গান | বাংলার মানুষ বাউল গান তার কণ্ঠে শুনতে পছন্দ করে , পলাশ স্টেজ শো তে নিয়ে থাকেন আড়াই থেকে থেকে ৩ লক্ষ টাকা
সংগীত জগতে মিষ্টি গলা যার তিনি কোনাল , কোনাল একটি রিয়ালিটি শো এর মাধ্যমে সংগীতে আসেন , তার কণ্ঠে রয়েছে আলোচিত সিনেমার গান | “প্রিয়তমা ” গানটি কোনাল গাওয়ার পর সব চেয়ে বেশি আলোচনায় আসে এবং তার ঝুলিতেও রয়েছে জাতীয় পুরস্কার | তিনি অনুষ্ঠানে সম্মানী নিয়ে থাকেন ৪ থেকে ৫ লক্ষ টাকা।
এই সময়ে আধুনিক ও সিনেমার গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেছেন মাশা , তার গাওয়া “টেকা পাখি ” মুক্ত হওয়ার পর মানুষের মুখে মুখে ছড়িয়ে পরে | মাশাকে দর্শকরা স্টেজে শুনতে খুব বেশি পছন্দ করেন , মাশা স্টেজ শো তে নিয়ে থাকেন ৫ লক্ষ টাকা