গফরগাঁওয়ে লুডু খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তমিজ উদ্দিন (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে আহত করে অন্য দুই কিশোর। পরে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আজ বুধবার সন্ধ্যায় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে গত সোমবার সন্ধ্যায় উপজেলার পাগলা থানাধিন পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ভাটিপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ভাটিপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে বিপ্লব, হিরণ মিয়ার ছেলে রিয়াদ ও মোফাজ্জল মিয়র ছেলে তমিজ উদ্দিন সোমবার সন্ধ্যায় স্থানীয় খুরশিদ মহল ভাটিপাড়া জামে মসজিদের পাশে বসে লুডু খেলছিল। এক পর্যায়ে লুডু খেলা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ও মতান্তর হয়। এর জের ধরে বিপ্লব ও রিয়াদ লোহার রড দিয়ে তমিজকে আঘাত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ঘটনার সময় বা পরে আমাদের কেউ কিছু জানায়নি। কিন্তু চিকিৎসারত অবস্থায় মারা যাওয়ার খবর পেয়ে খোঁজ নিতে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি।