এ বিষয়ে রিট করা আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ২৬ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সারাদেশে লকডাউন ছিল। তখন সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছিল এবং সব ধরনের যানবাহনও বন্ধ ছিল। এরপরও সরকারি অফিসের চালকরা প্রতিমাসে ২৫০ ঘণ্টা করে ওভারটাইমের জন্য প্রায় তিন কোটি টাকা অতিরিক্ত অর্থ বেতন-ভাতা হিসেবে নিয়েছেন।
এ বিষয়ে সরকারি চালকদের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেয়া হবে না, জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। ৯০ দিনের মধ্যে জনপ্রশাসন সচিব তদন্ত করে হাইকোর্টে প্রতিকেদন দাখিল করবেন।