পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভদ্রেশ্বর এলাকা সংলগ্ন করতোয়া নদী হতে অবৈধ ভাবে বালু ও পাথর উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত কৃতক ৩ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (৩১ অক্টোবর) ভজনপুর ইউনিয়নের ভদ্রেশ্বর এলাকায় করতোয়া নদীতে ভ্র্যামমান আদালত পরিচালনাকালে আইন লংঘন করে আবাসিক এলাকার ১ কিলোমিটারের মধ্যে করতোয়া নদীর তলদেশ এবং নদীর পাড় সংলগ্ন স্থান হতে বালু ও পাথর উত্তোলন করে গুরুত্বপূর্ণ স্থাপনা, চলাচলের রাস্তা, চা বাগান, টিলার ক্ষতি সাধন এবং নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ, মৎস্য, জলজ প্রাণি ও উদ্ভিদ বিনষ্ট করার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বালু ও পাথর পরিবহনে ব্যবহৃত ট্রলিসহ আটককৃত ৩ ব্যক্তিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, ভজনপুর ইউনিয়নের সারাপিগছ গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মহসিন আলী (২৫), সিপাহীপাড়া গ্রামের মমিজউদ্দীনের পুত্র শাহিনুর রহমান(২০), নিজবাড়ী গ্রামের সলিম উদ্দীনের পুত্র জমিরুল ইসলাম (৩৫)।কোট পরিচালনাল সময়
ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দীন ও তেঁতুলিয়া মডেল থানার এসআই দীনবন্ধু,সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
মোঃএনামুল হক
পঞ্চগড় জেলা প্রতিনিধি