পাইকগাছায় ৫০ বোতল ফেনসিডিল সহ আটক ২
Reporter Name
-
Update Time :
সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
বি.সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
৫০ বোতল ফেনসিডিল সহ খুলনার পাইকগাছায় ২ জন কে আটক করেছে পুলিশ। আটককৃত ফেনসিডিলের মূল্য ৫০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। গত ২৯ অক্টোবর শনিবার রাত ১১টায় তাদের কে আটক করে পাইকগাছা থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়ার মৃত্যু ইন্তাজ গাইনের ছেলে আঃ রশিদ (৬০) ও সাতক্ষীরার কালিগঞ্জ থানার উজলপুর গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে সেলিম সরদার (৪৫)। পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুকান্ত কর্মকারের নেতৃত্বে এএসআই শেখ পলাশ ও এএসআই মনজুরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চাঁদখালী ইউপি’র শাহাপাড়া গ্রামের আঃ রশিদের বাড়ীতে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে ফেনসিডিল বিকিকিনি অবস্হায় হাতে-নাতে আটক করে। আটককৃতদের কাছ থেকে ৫০বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় এ ঘটনার সাথে জড়িত মূল হোতা শাহপাড়া গ্রামের হাজেল গাইনের ছেলে মুকুল গাইন (৪৪) পালিয়ে যায়। অপরদিকে, একইদিন রাত সাড়ে ৯ টায় ২৫ গ্রাম গাজা সহ প্রদীপ মন্ডল (৩০)-কে এএসআই মোঃ নাসির উদ্দিন আটক করেন। প্রদীপ উপজেলার লস্কর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের মৃত প্রসেনের ছেলে। এ ব্যাপারে পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে এবং তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com
More News Of This Category