ডেমরায় মো. সেলিম (২৩) নামে এক দিনমজুরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ডেমরা নৌপুলিশ ফাঁড়ির পুলিশ।
সোমবার দুপুরে রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত কার্যক্রম প্রক্রিয়া চলে।
রোববার বিকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ সারুলিয়া মসজিদ ঘাটসংলগ্ন নদী থেকে ওই লাশ উদ্ধার করে সুরতহাল শেষে সন্ধ্যায় হাসপাতাল মর্গে পাঠায়। তবে লাশ ফুলে ফেঁপে পচে যাওয়ায় চেহারা বিকৃত হয়ে গেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গত ৪-৫ দিন আগের লাশ বলে মৃতের শরীর থেকে পোকা বেরুচ্ছিল। তবে এ মৃত্যুর রহস্য সম্পর্কে জানা না গেলেও ময়নাতদন্তের পর সব তথ্য জানা যাবে।
মৃত সেলিম কুমিল্লার মেঘনা থানার গবিন্দপুর গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে। সে ঢাকার ২৯নং দক্ষিণ শাহজাহানপুর রেলওয়ে কলোনী এলাকায় পরিবারের সঙ্গে থেকে দিনমজুর হিসেবে বিভিন্ন ধরনের কাজ করত।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা নৌপুলিশ ফাঁড়ির এসআই নকিব অয়জুল হক বলেন, আমাদের প্রাথমিক ধারণা ভাটির পানি থেকে সেলিমের লাশ ভাসতে ভাসতে সারুলিয়ায় চলে আসে। তবে এ মৃত্যুর বিষয়ে মৃতের পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, এখনো মৃতের পরিবারের লোকজন অভিযোগ করেনি।