শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন

হিরো আলমকে আইনি নোটিশ, বিকৃতভাবে রবীন্দ্রসংগীত গাওয়ায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

বিভিন্ন গান মিউজিক ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান।

আইনি নোটিশে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হিরো আলমের মিউজিক ভিডিও ‘আমারও পরান যাহা চায়’, ‘আমি শুনেছি সেদিন তুমি’  এবং ‘মোগোয়া জাগোম্বে’ গানগুলোকে ‘গণ-উৎপাত’ আখ্যা দিয়ে ৩০ দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়াও নোটিশে ভবিষ্যতে মিউজিক ভিডিও নির্মাণের নামে বিকৃত ও অশুদ্ধ বাংলা শব্দ উচ্চারণ, অশ্লীল অঙ্গভঙ্গি ও নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য পরিবেশন এবং অশালীন পোশাকে দৃশ্য ধারণ করে প্রচার ও প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য হিরো আলমকে বলা হয়েছে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.