এর আগে, তিন দিনের সফরে স্বস্ত্রীক ঢাকায় এসে পৌঁছান মালদ্বীপের প্রেসিডেন্ট। সকাল সাড়ে ৮টায় তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এসময় মালদ্বীপের প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এসময় তাকে গার্ড অব অনার জানায় তিন বাহিনী। তার সঙ্গে ঢাকায় এসেছেন ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল। গার্ড অব অনারের পর বিমানবন্দরে একটি গাছের চারা রোপন করেন তিনি।
বিমানবন্দর থেকে মালদ্বীপের প্রেসিডেন্ট যান সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন তিনি।
এদিকে বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন ইব্রাহিম মোহামেদ সলীহ।