আঙিনায় নয়, ঘুরছিলেন লেকের পাড়ে। কেউ আড্ডা দিচ্ছিলেন, কেউ গায়ে হাওয়া লাগাচ্ছেন। অনেকে ঝালমুড়ি খাচ্ছেন, ফুসকা চিবুচ্ছিলেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাতিরঝিলের আদলে গড়ে উঠা ডিএনডি লেকে শিক্ষার্থীদের এমন পদচারণা ও আড্ডাস্থলে হানা দেয় সিদ্ধিরগঞ্জ থানার বেরসিক পুলিশ।
তারা শিক্ষার্থীদের বুঝিয়ে বলেন, এ সময় রসের নয়, ঘোরার নয়। এ সময় শিক্ষার, পড়ালেখা করার।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানের নেতৃত্বে ডিএনডি লেকে এ অভিযান পরিচালনা করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, স্কুল-কলেজের ইউনিফর্ম পরিহিত যেসব শিক্ষার্থীকে ঘোরাঘুরি করতে দেখেছি, তাদের ডেকে এনে স্কুল-কলেজের সময় ক্লাস ফাঁকি দিয়ে লেকে ঘুরাঘুরি করতে নিষেধ করি। তাদের এটাও বলি যে, ঘুরতে হলে বিকালে পরিবারের লোকজন নিয়ে আসতে হবে। যেসব শিক্ষার্থীর চুলের বাহারি কাটিং দেখতে পাই তাদের সেলুনে গিয়ে সেগুলো কেটে ফেলতে বলি। আসল শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবন গড়ে দেশসেবায় অনুপ্রাণিত করি শিক্ষার্থীদের।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি আবারো তাদের স্কুল-কলেজের সময়ে লেকে ঘোরাঘুরি করতে দেখি তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দিয়েছি।