টঙ্গীতে বিদ্যুতের টাওয়ার ভেঙে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন একজন। মঙ্গলবার (১৬ মার্চ) বিকাল ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের স্পিড ওয়াল সিএনজি স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– সোহাগ সরকার (২৫)ও সুমন (৪৫)। আহত সাইফুল (২৬) ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই জামালপুর সদর উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা। তারা একটি ঠিকাদারি কোম্পানিতে কাজ করতেন।
টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শেখ সজল হোসেন জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বেল্ট পরিহিত অবস্থায় স্টিলের একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে দুজন ইলেকট্রিশিয়ান কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে টাওয়ারটি গোড়া থেকে বাঁকা হয়ে মাটিতে পড়ে যায়। ঘটনাস্থলে অপর ইলেকট্রিশিয়ান সোহাগ সরকার টাওয়ারের নিচে চাপা পড়ে নিহত হন। অপর দুজনকে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাদের একজন মারা যান। মেসার্স নেটওয়ার্ক কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের ঠিকাদার সেকান্দার আলীর তত্ত্বাবধানে বৈদ্যুতিক টাওয়ার অপসারণের কাজ করা হচ্ছিল।
নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।