২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, গণবিরোধী সরকার আর অবৈধ সিন্ডিকেটের যোগসাজশে জনগণের পকেট কাটা হচ্ছে। চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সিন্ডিকেটের দখলে।
শনিবার (১৪ মে) নয়াপল্টনের দলীয় কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ঢাকা মহানর আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার ধাক্কায় মানুষের দৈনন্দিন জীবন চরম হুমকির মধ্যে পড়েছে। গণবিরোধী সরকার লুটেরা, মুনাফাখোর, মজুদদারদের পাহারাদার হিসেবে ব্যবসায়ী-সিন্ডিকেটকে রক্ষা করে চলেছে। সাধারণ মানুষের প্রতি সরকারের কোনো দায় নেই। একদিকে ভোক্তাদের পকেট কাটা হচ্ছে, অন্যদিকে উৎপাদক কৃষক প্রতারিত হচ্ছেন। অবৈধ সিন্ডিকেটকে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় আগামী ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানানো হয়। একই সাথে জাগপা’র প্রতিষ্ঠাতা জাতীয় নেতা শফিউল আলম প্রধানের ৫ম মৃতু্যবার্ষিকী উপলক্ষে ২০ মে আলোচনা সভা ও ২১ মে দোয়া অনুষ্ঠানের কর্মসূচী গ্রহন করা হয়।
জাগপা মহানগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারকের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের সাধারন সম্পাদক এস এম শাহাদাত, প্রেসিডিয়াম সদস্য পিন্সিপাল হুমায়ূন কবির, যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুব জাগপা সভাপতি মীর আমির হোসেন আমু, যুব নেতা ওসমান গনি প্রমুখ।