দর্শক সারি থেকে মঞ্চে উঠে এসে উইল স্মিথ উপস্থাপক ক্রিস রকের গালে চর মারার পরে দর্শক সারি থেকে চিৎকার করে কথা বলতেও দেখা যায় স্মিথকে।
পরে অবশ্য সেরা অভিনেতার পুরস্কার নিতে এসে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ এবং সহকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন স্মিথ। তবে সে সময় ক্রিস রকের নাম উচ্চারণ করেননি তিনি।
আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স জানায়, স্ট্যান্ড-আপ কমেডিয়ান ক্রিস রক অনুষ্ঠানে বেশ কয়েকজন মনোনীতকে নিয়েই ঠাট্টা-মস্করা করেন। এক পর্যায়ে স্মিথের স্ত্রী পিনকেট স্মিথের চুল ফেলে দেওয়া নিয়ে কৌতুক শুরু করেন। রক বলেন, ‘জাডা, আমি তোমাকে ভালোবাসি। জিআই জেন টু দেখার জন্য আমার তর সইছে না।’
ক্রিস রকের ওই রসিকতা হজম করতে পারেননি উইল স্মিথ। এরপর তাকে মঞ্চে উঠে গিয়ে রকের গালে চড় মারতে দেখা যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে রক বলেন, ‘ওহ! উইল স্মিথ থাপড়ে আমার ভুত তাড়িয়ে দিয়েছে।’
ক্রিস রক মূলত ১৯৯৭ সালের ছায়াছবি ‘জিআই জেন’ এর প্রসঙ্গ টেনেছিলেন, যেখানে অভিনেত্রী ডেমি মুরের চুল খুব ছোট করে ছাঁটা ছিল।
উল্লেখ্য, সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ‘অস্কার’ প্রদান অনুষ্ঠান। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।