ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ৬টি করে কেন্দ্র স্থাপন করা হয়েছে। দ্বিতীয় ডোজ টিকার কার্যক্রম চলবে ৩ দিন। ঝামেলা ছাড়াই টিকা নিতে পেরে খুশি সাধারণ মানুষ।
প্রথম ডোজ নেয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে করোনার বিশেষ টিকা কার্যক্রমে। যারা প্রথম ডোজ পায়নি, তারাও পাচ্ছে সুযোগ। প্রায় প্রতিটি কেন্দ্রে দেখা গেছে উপচে পড়া ভিড়।
গত ২৬শে ফেব্রুয়ারি একদিনে এক কোটি ডোজ টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়। চাহিদা থাকায় পরে আরও দু’দিন বাড়ানো হয়। ওই তিনদিনে প্রায় ২ কোটি ২৫ লাখ ডোজ দেওয়া হয়।
বিশেষ টিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ দিতে পেরে খুশি সাধারণ মানুষ। কোনও ঝামেলা ছাড়াই তারা টিকা দিতে পারছে। এই কার্যক্রম চলবে ৩০শে মার্চ পর্যন্ত।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ।
ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে, প্রথম মৃত্যুর খবর জানান হয় একই বছরের ১৮ই মার্চ।