সোমবার ওয়াশিংটনের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে এই ঘোষণা দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়েছে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের এই পদক্ষেপে মিয়ানমারের জান্তা সরকারকে জবাবদিহিতার আনার প্রক্রিয়া বেগবান হবে। মিয়ানমারে সেনাবাহিনীর দমন পীড়নের মুখে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের ওপর গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছে রোহিঙ্গারা।
সেনা অভ্যুত্থানের মাধ্যেমে ২০২১ সালে মিয়ানমারের ক্ষমতাসীন দলকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।