মতলব উত্তরে মেঘনা নদীতে জাটকা নিধনবিরোধী অভিযানে জেলেদের সঙ্গে নৌপুলিশের টহল দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শর্টগানের গুলিতে আহত হন মাসুদ হোসেন (২২) নামের এক জেলে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জেলেদের নিক্ষেপ করা ইটপাটকেলে মোহনপুর নৌপুলিশের ইনচার্জ মোহাম্মদ হোসেন আহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। নিহত মাসুদ হোসেনের বাড়ি মুন্সিগঞ্জের কালীরচর এলাকায়।
চাঁদপুরের নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, জাটকা নিধন প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের একটি টহল দল রাতে নদীতে নামে। এ সময় মোহনপুর এলাকায় মেঘনা নদীতে ৫ সদস্যের একদল জেলে নদীর জাটকা নিধন করছিলেন। পুলিশ ধাওয়া করলে বিপরীত দিক থেকে জেলেরা ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালান। পুলিশ আত্মরক্ষার্থে শর্টগানের গুলি ছোড়ে। এতে মাসুদ নামের এক জেলে বাম পায়ের ঊরুতে গুলিবিদ্ধ হন।
নৌ পুলিশ সুপার আরও বলেন, এ সময় পুলিশ আহত অবস্থায় মাসুদ হোসেনসহ নবীর হোসেন (১৫) ও আমির হোসেন (৭৫) নামে আরও তিন জেলেকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মাসুদকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত জেলে মাসুদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আটক দুজনকে মতলব মোহনপুর পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।