চীনের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো না হলেও রাশিয়াকে সহায়তা দিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
নিষেধাজ্ঞা মোকাবিলায় চীনের কাছে সহায়তা চেয়েছে রাশিয়া। শীর্ষ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবর প্রচারের পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, মস্কোকে সহায়তা দিলে কঠোর পরিণতি ভোগ করবে বেইজিং।
ইতালির রোমে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ইয়াং জিচির সাথে বৈঠকে বসার আগে এমন হুঁশিয়ারি দেন সুলিভান।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘বেইজিংয়ের সাথে যোগাযোগ রাখছি, রাশিয়াকে সহায়তার জন্য বেইজিংকে কঠোর পরিণতি ভোগ করতে হবে।’
যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিলেও এ বিষয়ে কিছু জানেন না ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ। তিনি জানিয়েছেন, আলোচনার মাধ্যমেই সংকট সমাধান চায় তার দেশ।