দু’দলের মুখোমুখি লড়াইয়ের একশোতম ম্যাচ আজ। পরিসংখ্যানে এগিয়ে লিভারপুলই, জিতেছে ৫২ ম্যাচে। আর উলভসের জয় ৩২টিতে। তবে শেষ ৮ লড়াইয়ের সব কটিতেই জিতেছে লিভারপুল, এ ম্যাচে তাই জয়ের কথাই ভাববেন লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ।
তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর ইনজুরি শঙ্কা এখনো না কাটায় আক্রমণভাগ সাজাতে কিছুটা বিপাকে পড়তে হতে পারে ক্লপকে।
লা লিগায় বার্সেলোনা জিতেছে শেষ তিন ম্যাচের সবকটি। তবে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে ছিটকে যাবার যন্ত্রণা তাড়া করে বেড়াবে কাতালানদের। স্বস্তি একটাই, সামনে প্রতিপক্ষ টেবিলের সবচেয়ে তলানির দল হুয়েস্কা যাদের বিপক্ষে কখনোই হারেনি বার্সা।
বার্সার শুরুর একাদশে নেই তেমন কোনো পরিবর্তন। ইনজুরিতে পড়ে অনুপস্থিত পিকে, আরাউহো, কৌতিনিয়ো কিংবা আনসু ফাতি- কারোরই নেই ফেরার সম্ভাবনা। তবে নতুন করে আর কেউ ইনজুরিতে না পড়ায় স্বস্তিতে আছেন বার্সা বস রোনাল্ড কোম্যান।
২৬ ম্যাচে ১৭ জয়ে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা আর ২০ ম্যাচে মাত্র ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের সবার নিচে রেলেগেশন হুমকিতে থাকা হুয়েস্কা।