রাশিয়ার গণমাধ্যম রাশিয়া টুডে এ তথ্য জানিয়েছে। রাশিয়া টুডে জানায়, ইউক্রেনের দুইটি শহরের সাধারণ নাগরিকদের নিরাপদে সরে যেতে মানবিক করিডোর খোলা হয়েছে।
সাধারণ নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার জন্য স্থানীয় সময় সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বেলারুশে চলমান যুদ্ধ বন্ধে ২য় দফা বৈঠকে ইউক্রেনের প্রতিনিধি দলের সাথে সম্মতির পর এই সিদ্ধান্ত জানায় রাশিয়া।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক বৈঠকে দুই দেশের তরফেই যে মানবিক করিডর তৈরির প্রস্তাবে সম্মতি জানানো হয়েছিল, সেই প্রস্তাব মেনেই সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে কোনও হামলা চালাবে না রুশ সেনা। পাল্টা প্রত্যাঘাত করতে পারবে না ইউক্রেনও।
গত দশদিন ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। সেই আক্রমণ প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। এরইমাঝে গত সপ্তাহ থেকে দুইবার মুখোমুখি বৈঠকেও বসেছে দুই দেশ। প্রথম বৈঠক ফলপ্রসূ না হলেও, চলতি সপ্তাহেই বেলারুশের সীমান্তে বৈঠকে বসে দুই দেশ। সেখানে দেশের সাধারণ মানুষদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে মানবিক করিডর তৈরির প্রস্তাব দেওয়া হয় এবং দুই দেশই সেই প্রস্তাবে রাজি হয়। ওইদিন মানবিক করিডর নিয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণ না করা হলেও, আজ জানানো হয় সাময়িক যুদ্ধ বিরতি করা হচ্ছে।
এদিকে, এ যুদ্ধে এ পর্যন্ত দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস। আর ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, এ পর্যন্ত ৯ হাজারের বেশি রুশ সেনা যুদ্ধে নিহত হয়েছেন।
তবে মস্কো জানিয়েছে তাদের ৪৯৮ জন নিহত ও ১ হাজার ৫৯৭ জন সেনা আহত হয়েছেন। তারা দাবি করেছে, ইউক্রেনের ২ হাজার ৮৭০ জন সেনা নিহত ও সাড়ে ৩ হাজার আহত হয়েছেন।
অন্যদিকে, ন্যাটোর বৈঠকে ইউক্রেনে নো ফ্লাই জোন চালু না করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, দেশটিতে সাধারণ নাগরিকদের প্রাণহানির দায় পশ্চিমা নেতাদেরও নিতে হবে।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ন্যাটো মহাসচিব জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়াতেই এই সিদ্ধান্ত।