শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

ভূমি অধিগ্রহণের আগে জমির ছবি সংগ্রহের নির্দেশ প্রধানমন্ত্রীর

Taj Afridi
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২

বুধবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি বৈঠকে চলতি অর্থবছরের জন্য ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকার সংশোধিত এডিপির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। ১ হাজার ৭৫৪ প্রকল্পে এ অর্থ ব্যয় হবে।

উন্নয়ন বাজেট অনুমোদন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, উন্নয়ন বাজেট চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এটাই চূড়ান্ত উন্নয়ন বাজেট। এর আগে আমরা শঙ্কায় ছিলাম। সব কিছু ছাপিয়ে শঙ্কা কাটিয়ে অনুমোদন দেয়া হয়েছে।

পরে, ব্রিফিংয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রভাব পড়বে না বলে জানা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে প্রভাব নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.