সামরিক হামলা শুরুর পর থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ইমার্জেন্সি সাইরেন বাজতে শোনা যায়। এরপরই মূলত রাজধানী ছাড়তে শুরু করে স্থানীয় বাসিন্দারা। এসময় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।
এছাড়াও, আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেকে বোমা নিরোধক আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কিছু ভিডিওর বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। এসময় দেশটির টেলিভিশনের ফুটেজে অনেককেই রাস্তায় প্রার্থনা করতে দেখা যায়।
আতঙ্কিত জনগণ শহর ছাড়তে বাসে করে বিভিন্ন স্থানে রওনা দিয়েছেন। এমনকি কিয়েভের মেট্রো স্টেশনগুলোতে ভির জমতেও দেখা যায়।
এর আগে, এক ভিডিও বার্তায় ইউক্রেনে সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এ সময় তিনি দেশের সকল নাগরিককে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি, আমাদের সেনাবাহিনী কাজ করছে। এরই মধ্যে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের দেশের জন্য আন্তার্জাতিক সহায়তার বিষয়ে কাজ করছেন।