সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত ১৪ই ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, কোভিড প্রতিরোধী টিকার পূর্ণ ডোজ নেয়া যাত্রীদের ভারতের প্রবেশের আগে বা পরে কোনও আরটি পিসিআর টেস্ট প্রয়োজন নেই। যারা টিকা নেননি এমন ৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট বাধ্যতামুলক। এছাড়াও বাংলাদেশিদের দেশটিতে গিয়ে কোনো কোয়ারেন্টিন করতে হবে না বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
দেশটিতে প্রবেশের আগে অনলাইনে একটি স্বাস্থ্য ফরম পূরণের বাধ্যবাধকতাও রাখা হয়েছে সার্কুলারে।