সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা নিয়ে করা রিট খারিজের ৭ বছর পর আপিলের বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী বৃহস্পতিবার।
রবিবার (২০শে ফেব্রুয়ারি) বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।
গত বছরের ১৯শে মার্চ ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানির জন্য নির্ধারিত থাকলেও, কার্যতালিকায় না থাকায় শুনানি হয়নি।
রিটকারী আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী জানান, ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানির জন্য যে কোনো দিন আপিল বিভাগের কার্যতালিকায় আসতে পারে। সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামীর করা রিট আবেদন ২০১৫ সালের ৭ই সেপ্টেম্বর খারিজ করে দেয় হাইকোর্টের একটি বেঞ্চ।
খারিজ আদেশের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি ২০১৬ সালের ৬ই নভেম্বর প্রকাশ করে আদালত। এরপর খারিজ আদেশের বিরুদ্ধে একই বছরের ১২ই নভেম্বর আপিল করেন অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী।