নাচোল উপজেলায় বিধিবহির্ভূতভাবে ২৯৪ দশমিক ৫ মেট্রিক টন ধান মজুদের দায়ে আনসার আলী ও আব্দুল হান্নান নামে দুই ব্যাক্তিকে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নাচোল পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কন্যানগর উত্তরপাড়া মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি গোডাউনে ২৭৭ টন ধান অবৈধ মজুদ পাওয়া গেলে ওই এলাকার আফাজ আলীর ছেলে আনসার আলীকে ৩ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও পাশের একটি গোডাউনে ১৭.৫ টন ধান মজুদের দায়ে মঠপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে আব্দুল হানানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে দণ্ডিতদের অবিলম্বে এসব মজুদকৃত ধান বাজারজাতকরণের নির্দেশনাও প্রদান করেন আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহমেদ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বলেন, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দুজনকে সাজা দেওয়া হয়েছে। তারা অর্থদণ্ড পরিশোধ করে বাজারে ধান বিক্রি করা শুরু করেছেন।