বছর পর হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন। দলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন পদে মমতা বন্দ্যোপাধ্যায় পুনর্নির্বাচিত হবেন বলেই আশা করা হচ্ছে। আজ বুধবার দুপুর ১২টা থেকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া।
তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়ার সাক্ষী হওয়ার জন্য বিরোধী দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
তবে আমন্ত্রিতদের তালিকায় কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নাম নেই। সূত্রের খবর, চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর দলকে জাতীয় স্তরে প্রতিষ্ঠিত করার একটি রূপরেখা দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবারের সাংগঠনিক নির্বাচন এমন একটি সময়ে হচ্ছে যার ঠিক আগেই দলের নবীন নেতাদের কয়েকজনের সঙ্গে প্রকাশ্যে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন কিছু প্রবীণ নেতা।