প্রায় তিন বছর পর সিনেমার শুটিং করছেন। কেমন লাগছে?
আমার প্রিয় কর্মক্ষেত্র এফডিসি।
বিজ্ঞাপন
সর্বশেষ ‘বৃদ্ধাশ্রম’ ছবির শুটিং করেছিলাম ২০১৯ সালে। এরপর আর কোনো ছবির শুটিং করতে যাইনি। মাঝখানে একটা টিভিসির শুটিং হওয়ার কথা থাকলেও সেটা করতে পারিনি। খুব খারাপ লাগছিল কর্মক্ষেত্রে যেতে না পেরে। পরিচালক রাশিদ পলাশকে অনুরোধ করেছিলাম, ‘ময়ূরাক্ষী’ ছবির শুটিং এফডিসি থেকেই শুরু হোক। তিনি কথা রেখেছেন। চেনাজানা অনেক মানুষের সঙ্গে দেখা হবে আজ। মন খুলে কথা বলব।
সত্য ঘটনা অবলম্বনে ’ময়ূরাক্ষী’ ছবিতে দেখা যাবে ববিকে
কেন? শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে যাননি?
সমিতির সদস্য হিসেবে এটা তো আমার কর্তব্য। তবে ভোট দিতে গিয়ে খুব বেশি মানুষের সঙ্গে দেখা হয়নি। সত্যি বলতে, দু-একটি সাক্ষাৎকার দেওয়ার পরই আমাদের চলে আসতে হয়েছে। আগেও কয়েকবার ভোট দিয়েছি, তবে এবার আলাদা রকমের নিরাপত্তা ছিল।
এবার ভোট দেওয়ার অভিজ্ঞতা কি অন্যবারের তুলনায় আলাদা ছিল?
আর বলবেন না! নিজের পরিবারের কাছেই তো লজ্জা পেয়েছি। আমার বোন গিয়েছিল সঙ্গে। এফডিসির গেটের সামনে তাঁকে আটকে দিয়েছিল। এখন বোনকে একা রেখে আমি কী করে ভেতরে যাই! পরে নিজেই বসে ছিলাম গাড়ির ভেতরে। পরে নিরাপত্তারক্ষীরা এসে আমাদের নিয়ে গেছে।
এ মাসে একসঙ্গে দুই ছবির শুটিং করবেন ববি
কাকে কাকে ভোট দিলেন?
আমি নাম উল্লেখ করতে চাই না। আমার ভোট বৃথা যায়নি, এটা বলতে পারি। দু-একটা ভোট এদিক-সেদিক হয়েছে। যাঁরা জয়ী হয়েছেন, বিশেষ করে ইলিয়াস কাঞ্চনকে অভিনন্দন। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। আশা করি, শিল্পীদের পাশে দাঁড়াবেন তিনি সততার সঙ্গে।
প্রায় তিন বছর পর মাকে কাছে পেলেন। আজ আপনার মায়ের জন্মদিন। সেদিনই শুটিং রাখলেন?
করোনার কারণে তিনি অস্ট্রেলিয়ায় আটকে ছিলেন প্রায় তিন বছর। বাবাকে হারানোর পর আমি মাকে আরো বেশি আঁকড়ে ধরে রাখতে চাই। জন্মদিনে মা কিছুই করতে দিতে চান না। এর পরও আমি শেওড়াপাড়ার কয়েকটি মসজিদ ও এতিমখানায় খাবার বিতরণ করব। সন্ধ্যায় কেক কাটার পাশাপাশি মাকে নিয়ে ঘুরব।
‘আলপিন’ কবে শুরু হচ্ছে?
সামনের সপ্তাহ থেকেই শুটিং শুরু হওয়ার কথা। ‘ময়ূরাক্ষী’ আর ‘আলপিন’—দুই ছবিরই শুটিং চলবে পাশাপাশি। এক সঙ্গেই ছবি দুটি শেষ হবে।
নতুন আর কী করছেন?
সবে তো শুরু করলাম। একটু গুছিয়ে উঠি আগে।