উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর প্রচারণা জমে উঠেছে। বিশেষ করে শাসকদল বিজেপি নির্বাচনকে ঘিরে ব্যাপকভাবে প্রচারে নেমেছে।
উত্তরপ্রদেশে বৃহস্পতিবার বিজেপির বহু শীর্ষ নেতা গেছেন। দলের জ্যেষ্ঠ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বিশেষ প্রচার চালাতে গেছেন সেখানে।
উত্তরপ্রদেশে বিজেপির এদিনের লক্ষ্য মথুরা। ভারতে অযোধ্যা এবং বারানসীর পর মথুরা হলো মন্দিরের জন্য তৃতীয় বিখ্যাত স্থান।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পশ্চিম উত্তরপ্রদেশে প্রচার চালাবেন। ওই অঞ্চলে বছরব্যাপী কৃষক আন্দোলনের কারণে জনপ্রিয়তা হারিয়ে ধুঁকছে বিজেপি।
অথচ, ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে সেখানে ৭৬ শতাংশ আসন পেয়েছিল দলটি। উত্তরপ্রদেশে শতাধিক বিধানসভা আসন রয়েছে। রাজ্যটিতে ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ভোট হবে।