স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণকে প্রত্যাখান করে লাল কার্ড প্রদর্শন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আজ শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশ থেকে এই লাল কার্ড দেখান তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রিচার্ড।
মশিউর রহমান রিচার্ড বলেন, ‘ব্যক্তি বিভাজন সৃষ্টিকারী, সাম্প্রদায়িকতা সৃষ্টকারী, গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদিকে বাংলাদেশে প্রত্যাখ্যান করছি। বর্তমান ভারত-বাংলাদেশ সম্পর্ক আমাদের মর্যাদার ওপর দাঁড়িয়ে নেই। আমাদের মাথার ওপর ফেলানীর লাশ ঝুলছে, আমাদের নদী শুকিয়ে আছে।
ফেডারেশনের কেন্দ্রীয় শাখার সংগঠক সজীব ওয়াফি বলেন, ‘ওই নরেন্দ্র মোদি ফ্যাসিস্ট সরকার। যার আসল উদ্দেশ্য হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা। যাদের হাতে মানুষের রক্ত, মুসলমানদের রক্ত। কৃষকদের ওপর তারা অত্যাচার করছে। তারা চাচ্ছেন কীভাবে বাংলাদেশকে কাশ্মীরে রূপান্তর করা যায়। বাংলাদেশ যদি কাশ্মীরে পরিণত হয় তাহলে আমাদের পায়ের তলায় মাটি থাকবে না। তাই সব কৃষক, শ্রমিক ভাইদের আহ্বান করছি আপনারা এই মোদির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।’
সমাপনী বক্তব্যে জাহিদ সুজন বলেন, ‘যারা মুক্তিযুদ্ধকালীন সময় থেকে বাংলাদেশের বিরোধী শক্তি, তাদের প্রতিনিধি নরেন্দ্র মোদি। আমরা বাংলাদেশের মানুষ হিসেবে ছাত্র সমাজের পক্ষ থেকে আজ তাকে লাল কার্ড প্রদর্শন করছি।’
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজীব, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ।