আসছে ইস্টার সানডে উপলক্ষ্যে তিন থেকে ৫ই এপ্রিল সারাদেশ ৩ দিনের লকডাউন ঘোষণা করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। সংক্রমণ এবং মৃত্যু বাড়ায় ব্রাজিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা।
ব্রাজিলের প্রতিবেশি দেশগুলোকেও সতর্ক থাকার আহ্বান সংস্থাটির। ব্রাজিলে গেল ২৪ ঘণ্টায় মারা গেছে দুই হাজারেও বেশি মানুষ। মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৭৫ হাজারের বেশি।
এদিকে ভারতের মহারাষ্ট্রে আবারও সংক্রমণ বেড়েছে। একদিনে শুধু মহারাষ্ট্রেই ৫৬ জন মারা গেছে। অন্যদিকে শুক্রবার কেনিয়ায় সংক্রমণ বাড়ায় ৬০ দিনের জন্য কারফিউ ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াট্টা।