সাংস্কৃতিক প্রতিবেদক : দেশীয় লোকসংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী লাভলী দেব আজ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে লোকগান শোনাবেন। এনটিভির জনপ্রিয় সংগীত বিষয়ক অনুষ্ঠান ” এ লগন গান শোনাবার” অনুষ্ঠানে গাইবেন তিনি। আজ (১৩ মার্চ) রাত ১১.৩০ থেকে ২.৩০ পর্যন্ত এই অনুষ্ঠান প্রচার হবে বলে শিল্পী লাভলী দেব জানান।
তিনি এই প্রতিবেদককে জানান, ইতিপূর্বে এনটিভির বিভিন্ন সংগীত বিষয়ক অনুষ্ঠানে গান করলেও এবারই প্রথম ” এ লগন গান শোনাবার” অনুষ্ঠানে গাইবেন। আজকের শোতে বাউল শিল্পী গরীব মোক্তারও থাকছেন তার সহশিল্পী হিসেবে। তারা দুজনে টানা তিন ঘণ্টা ধরে এই লাইভ অনুষ্ঠান মহাজনী ধারার প্রচলিত অনেক লোকগান গাইবেন বলে জানান লাভলী দেব।
অডিও মাধ্যম, দেশ – বিদেশের স্টেজ শো এবং বিভিন্ন টেলিভিশন শোয়ের দর্শক – শ্রোতা মাতানো সংগীতশিল্পী লাভলী দেব আজকের শোতে গাইবেন মন মজালে ওরে বাউলা গান, বারে বারে আসা হবে না, বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, আয় বাবা খাজা মঈনউদ্দিন চিশতী আজমেরী ইত্যাদি মহাজনী ধারার জনপ্রিয় কিছু লোকগান।
লাভলী দেব বলেন, সংগীত আমার সাধনার ধন। সুর সংগীত দিয়ে শ্রোতা – দর্শকদের মন ভেজানোই আমার কাজ। আশা রাখছি – আজকের শো দিয়ে আবার সংগীত পিপাসুদের মন ভেজাতে পারবো। অনুষ্ঠানটি দেখার জন্যে সবাইকে অনুরোধ করছি। গানের সুর আর সংগীতে সবাইকে মুগ্ধ করতে পারলে আমার চেষ্টা সার্থক হবে বলে মনে করি।