প্রশ্নঃ “বউ শুধু বাপের বাড়ি যাবার ভয় দেখায়”
মতামত ঃ আপনার বউ আপনার বউ হবার আগে অন্য কারোর প্রিয় কন্যা, প্রিয় বোন, প্রিয় ভাইজি, প্রিয় দিদি, প্রিয় মাসি, পিসি অথবা প্রিয় বান্ধবী ছিল। আর এই সকল সম্পর্কই তার বাপের বাড়ির সঙ্গে সম্পর্কযুক্ত। এই সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী এবং নিয়মিত বজায় রাখার জন্য বাপের বাড়ি তাকে যেতেই হবে এবং তার বাপের বাড়ি যাওয়ার সমর্থন করাটাই আপনার নৈতিক কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। এখানে অস্বাভাবিক কিছুই নেই।
কিন্তু আপনার সমস্যা হল আপনার বউ ঘন ঘন বাপের বাড়ি যেতে চায়। যদি আপনাদের বিয়ে বেশি দিন না হয়ে থাকে এবং যদি এই ঘটনা বিয়ের পরপরই ঘটে তা হলেও এটা অস্বাভাবিক নয়। আপনার স্ত্রী তার দীর্ঘদিনের অনেক প্রিয়জনদের ছেড়ে আপনার ঘরকে আপন করে নিয়েছে। তাই প্রিয়জনদের জন্য তার মন খারাপ করবে। আর এই মন খারাপ ভালো করতেই আপনার বউ হয়তো ঘন ঘন বাপের বাড়ি যেতে চায়।
কিন্তু যদি এই ঘন ঘন বাপের বাড়ি যেতে চাওয়ার ইচ্ছে বিয়ের অনেক দিন পরেও হচ্ছে তাহলে এটা অনুমান করে বলা যায় যে আপনাদের দাম্পত্য জীবনে কিছু নিশ্চিত সমস্যা হচ্ছে। হয়ত একে অপরকে কেউ খোলাখুলি সেই সমস্যার কথা জানাতে পারছে না। আর এই সমস্যা থেকেই আপনার বউ ঘন ঘন বাপের বাড়ি যেতে চাইছে।
এই সমস্যা সমাধানের জন্য আপনি আপনার সহধর্মিনীর সাথে একান্তে বসে মনের কথা খোলাখুলি বলুন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।