আগামীকাল ১২ মার্চ, ২০২১ শুক্রবার সকাল ৯টা থেকে দিনব্যাপী চাঁদপুর জেলার মতলব উত্তর এখলাসপুর বকুলতলা প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মতলব উত্তর উপজেলা, ছেংঙ্গাচর পৌরসভা ও ১৪টি ইউনিয়নের নবগঠিত কমিটির ” পরিচিতি ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মতলব উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুছ। অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীস দাস, সাবেক পিপি এডভোকেট হাজী মো. আমান উল্যাহ, মতলব উত্তর সহকারী ভূমি কমিশনার আফরোজা হাবিব শাপলা, এপিপি এডভোকেট জসিমউদ্দিন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, বাংলাদেশ শিশু সাহিত্যিক ফোরাম সভাপতি হুমায়ূন কবির ঢালী, চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরাম সভাপতি মো. বিপ্লব সরকার, বাংলাদেশ সাহিত্য কল্যান পরিষদ সভাপতি রাজিয়া সুলতানা, মতলব উত্তর সৎ সঙ্ঘ ফাউন্ডেশন সভাপতি জিএম ফারুক।
বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখবেন সংগঠনের ছেংগাচর পৌরসভার সভাপতি আবদুল মালেক খান।
সভাপতিত্ব করবেন সংগঠনের মতলব উত্তর উপজেলা সভাপতি মো. শহিদ উল্যাহ মাষ্টার।
অনুষ্ঠান পরিচালনা করবেন সংগঠনের মতলব উত্তর উপজেলার সাধারন সম্পাদক কবি নূর মোহাম্মদ খান ও সাংগঠনিক সম্পাদক এম এ সাহেদ সালাম।
অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রনে অংশগ্রহন করবেন কুষ্টিয়া জেলা জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি জান্নাতুল ফেরদৌস জিনিয়া, সহ-সভাপতি অর্পন মাহমুদ, বগুড়া জেলা সাধারন সম্পাদক আরমান হোসেন ডলার, কুমিল্লা জেলা সভাপতি পারভেজ হোসেন বাবু, কেন্দ্রীয় নেত্রী আবৃতি শিল্পি আইরিন আক্তার দিবা।