শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

চলন্ত বাসে আগুনে নিহত ২, আহত ২২ দাউদকান্দিতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

দাউদকান্দিতে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বাসটি মতলব এক্সপ্রেসের ছিল। এটি ঢাকা থেকে মতলবে আসছিল। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

তবে ঘটনার পরপরই দাউদকান্দি হাইওয়ে পুলিশের হাবিলদার আশরাফুল আলম তিনজনের মৃত্যু হয়েছে বলে জানালেও পরে তিনি দুজনের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

আশরাফুল আলম বলেন, আহত যাত্রীদের মধ্যে ১৫ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। দুজনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাসের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

আগুনে পুড়ছে যাত্রীবাহী বাস। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে

আগুনে পুড়ছে যাত্রীবাহী বাস। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে
ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শীরা জানান, মতলব এক্সপ্রেসের বাসটি গৌরীপুর বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় সাত কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
কুমিল্লার দাউদকান্দির পাপিয়া পরিবহনের যাত্রী কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী আনিকা সুলতানা বলেন, ‘রাতের বেলায় যানজটে আটকে থেকে গাড়ি থেকে নেমে নিরাপত্তার অভাবে হাঁটতেও পারছি না। অথচ কষ্ট পাচ্ছি।’

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক বলেন, লাশগুলো দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

এইচ বিডি নিউজ টুয়েন্টি ফোর এ আপনাকে স্বাগতম। “সময়ের প্রয়োজনে- HBD NEWS24” নিয়ে আমরা আছি আপনার পাশে। আপনার পাশে ঘটে যাওয়া নানা সংগতি, অসংগতি আর তথ্য নিয়ে আপনিও যোগ দিন HBD NEWS 24 এ আমাদের কাছে মেইল করুন: hbdnews24@yahoo.com

More News Of This Category

© All rights reserved © 2012 HBDNEWS24

POWERED BY MH GROUP OF COMPANY.